শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষ/ ঢাকা পোস্ট

গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে আবহাওয়ায় বেশ পরিবর্তন হবে। মেঘ কেটে যাওয়ায় শীতের মাত্রা বাড়তে শুরু করেছে। সপ্তাহের শেষ দিকে দেখা দিতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

সোমবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। সারাদেশের আবহাওয়া পরিস্থিতির তথ্য তুলে ধরে তিনি বলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ২৪ ঘণ্টায় একই জায়গায় তাপমাত্রা ছিল সাড়ে দশ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, এরকম আরও কিছু জায়গায় তাপমাত্রা কমেছে। আজ (সোমবার) এবং আগামী কালও তাপমাত্রা কমতির দিকে থাকবে। তবে আকাশে মেঘ না থাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে হালকা হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। তা পরিমাণে ১০ মিলিমিটারের মতো হবে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে দিনের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না।

এদিকে রাজধানী ঢাকাতে আগের দিনের চেয়ে আজ (সোমবার) তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াসের মতো। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ তা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।

সিনপটিক অবস্থার তথ্যে জানা যায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকায় রয়েছে। লঘুচাপের বাইরের অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশে বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পরার সম্ভাবনা রয়েছে। এছাড়া বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

একে/এইচকে