পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি
হকারদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ/ ছবি: ঢাকা পোস্ট
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন হকার্স নেতারা। সোমবার (৮ ফেব্রুয়ারি) পল্টনের মুক্তিভবনের সামনে পুলিশি বাধার মুখে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। পাঁচ দফা দাবিতে হকাররা পল্টন থানা ঘেরাও করতে গেলে তখন পুলিশ বাধা দেয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালের মার্চ মাসে করোনার মহামারির থাবায় হকাররা লকডাউনে গৃহবন্দি হয়। ওই সময় সংগঠন থেকে ১০ হাজার হকারের তালিকা প্রণয়ন করে সিটি করপোরেশন, ডিসি অফিস, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া হয়। কিন্তু কোনো জায়গা থেকে হকারদের রেশন কার্ড, আর্থিক সহযোগিতা, ত্রাণ দেওয়া হয়নি। শীতের মৌসুম হকারদের বেচা-বিক্রির ভালো সময়, হকাররা ধার-দেনা করে, মহাজনের কাছ থেকে, বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে লোন নিয়ে শীতের মালামাল কেনাবেচা করছে।
বিজ্ঞাপন
এ বছর গত ১ ফেব্রুয়ারি নয়াপল্টনে চায়না ডেভেলপারের মালিক ও তার বাহিনী সরকারি নির্দেশনা ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে হকারদের কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়, দোকানপাট ভাঙচুর করে, ভয়ভীতি প্রদর্শন করে।
তারা আরও বলেন, গত ৩০ বছর ধরে নয়াপল্টন সুপার মার্কেটের সামনে (বর্তমানে চায়না টাউন মার্কেট) ফুটপাতে বসে হকাররা জীবন-জীবিকা করে আসছে। মার্কেটে দোকান পাওয়ার আশায় ৩০ বছর ধরে মাসিক ভিত্তিতে টাকা দিয়ে আসছে যা কয়েক কোটি টাকা হয়েছে। চায়না টাউন মার্কেটের স্থাপনার কাজ শেষের দিকে। মালিক বেলাল সাহেবের কাছে হকাররা দোকান চাইলে উল্টো তাদের ৩০ বছরের আত্মকর্মসংস্থান থেকে উচ্ছেদ হতে হয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে গভীর বিপাকে পড়েছেন হকাররা। সরকার বা সিটি করপোরেশনের কোনো নিদের্শনা ছাড়া কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে বেলাল এই জঘন্য কাজ করেছেন।
বিজ্ঞাপন
হকারদের দাবি হলো- পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করা; অবিলম্বে সন্ত্রাসী গডফাদার বেলালকে গ্রেপ্তার করা; হকারদের উপযুক্ত ক্ষতিপূরণ বাবদ জনপ্রতি ১০ লাখ টাকা দেওয়া; চায়না টাউন মার্কেটে হকারদের দোকান বরাদ্দ দেওয়া এবং হকার্স নেতা দেলোয়ারকে নিঃশর্ত মুক্তি দেওয়া।
সমাবেশে উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি আব্দুল হাশিম কবীর, সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, শ্রমিক ফ্রন্টের সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন, হকার নেতা আব্দুর রাজ্জাক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় নেতা আনিচুর রহমান পাটোয়ারী, শাহিনা আক্তার প্রমুখ।
এইচএন/এফআর