উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাস হেলপারের মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল/ফাইল ছবি
রাজধানী উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক বাস চালকের সহকারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গাজীপুর পরিবহনের একটি বাস যাত্রী নামানোর জন্য দাঁড়ায়। পরে পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসের গেটে দাঁড়িয়ে থাকা জাহাঙ্গীর ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে বিকেলে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারপাড়া গ্রামে। জাহাঙ্গীরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এমএসি/এফআর