শাহজালালে ১৭০০ কার্টন সিগারেটসহ আটক ৩
বিমানবন্দরে সিগারেট-কসমেটিকসসহ আটকরা/ ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৭০০ কার্টন সিগারেট এবং ১৫৪ কেজি কসমেটিকসসহ তিন জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা কাস্টমস হাউজ।
আটকরা হলেন- মো. সাজু (২৫), মো. সুমন মিয়া (৩০) ও মো. জাবেদ মিয়া (২৩)। সোমবার (৮ জানুয়ারি) রাতে বিমানবন্দর এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ বিকেলে ৪টায় বিমানবন্দরের আমদানি কার্গোর পার্কিংয়ে একটি কাভার্ড ভ্যানকে সন্দেহজনক মনে হলে বিমানবন্দর এপিবিএন ও ঢাকা কাস্টমস হাউজ সেটি আটক করে। এ সময় এর সঙ্গে সংশ্লিষ্ট তিন জনকে আটক করা হয়।
পরে ভ্যানটি তল্লাশি করে ৩০৩ এসএস ব্রাউন দুই লাখ ৪০ হাজার শলাকা, ইজি স্পেশাল গোল্ড ৯০ হাজার শলাকা ও মোন্ড সুপার স্লিম ১০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। এছাড়া ডিউ, গোরি, চাঁদনী, নেভিয়া, ফেস মিরাকল এবং গোল্ড সোয়ান ব্রান্ডের ১৫৪ কেজি কসমেটিকস পাওয়া যায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব মালামাল মোহাম্মদ মঞ্জুর জেনারেল ট্রেডিং লিমিটেড নামের আমদানিকারক প্রতিষ্ঠানের নামে এবং নেক্সাস কুরিয়ারযোগে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়। জব্দকরা মালামালের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ বলে জানা গেছে।
আটক তিন জন ও আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
এমএসি/এফআর