লাইন ধরে ভ্যাকসিন নিলেও সাইড এফেক্ট হচ্ছে না
প্রতিদিন সারাদেশে লাইন ধরে মানুষ করোনার ভ্যাকসিন নিচ্ছে উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, 'কারো সাইড এফেক্ট (পার্শ্ব প্রতিক্রিয়া) হচ্ছে না।'
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কম। উন্নত দেশগুলো চেষ্টা করেও যেখানে ভ্যাকসিন পাচ্ছে না সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ভ্যাকসিন পৌঁছেছে। একটি দল নির্বাচনে পরাজিত ও সংগঠনে ব্যর্থ হয়ে জনসমর্থন হারিয়ে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভ্যাকসিন সম্পর্কে নানা ধরনের কটূক্তি ও গুজব ছড়াচ্ছে। কিন্তু এদেশের জনগণ কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করেনি।'
কয়েকদিন আগে তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিক ভাবে ক্ষমতায়নের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে ২ লাখ ৫৪ হাজার নারীর সক্ষমতা বৃদ্ধি করা হবে এবং তাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, খাদ্য প্রক্রিয়াকরণে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে খাদ্যের অপচয় রোধ হচ্ছে এবং বিদেশে খাদ্য রফতানির সম্ভাবনা আরও বাড়ছে।
নারীর ক্ষমতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নীতি-কৌশল ও আইন প্রণয়ন করেছেন উল্লেখ করে সরকারের এ প্রতিমন্ত্রী বলেন, এসব নীতি ও আইনের বাস্তবায়নও করছেন প্রধানমন্ত্রী। তার এসব পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিতও হয়েছে। সবাই মিলে কাজ করলে নারী নির্যাতন মুক্ত দেশ গড়া সম্ভব হবে বলেও এ সময় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ ১৫৩টি দেশের মধ্যে ৫০তম অবস্থানে আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অথচ ভারতের অবস্থান ১১২তম। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে। শুধু তাই নয়, আমেরিকা, জাপানসহ অনেক শিল্পোন্নত দেশও বাংলাদেশের পেছনে।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার বলেন, সমতার জায়গায় পৌঁছাতে গেলে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের কাজে লাগাতে না পারলে উন্নয়ন থেমে যাবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা মুক্ত করতে এ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে নাত্রীরা সফল হচ্ছে। প্রতিটি সেক্টরে নারীরা প্রতিভার সাক্ষর রাখছে। নারীর এ অগ্রযাত্রা যাতে থেমে না যায় সেজন্য সবার সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
এসএইচআর/এসএম