প্রাথমিকের ভুয়া ওয়েরসাইট বানিয়ে শিক্ষকের প্রতারণা
প্রতীকী ছবি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নকল ওয়েরসাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকের নাম মো. রুহুল আমিন (৪২)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৩ এর একটি দল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মতিঝিল থানা এলাকার টয়নবী সার্কুলার রোডে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজ্ঞাপন
এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিম, একটি ভুয়া সিল, একটি জাতীয় পরিচয়পত্র ও একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। আটক রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, একটি অসাধু চক্র গত ২৫ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী ও মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ছবি ব্যবহার করে www.bprimaryschool.org নামে ভুয়া একটি ওয়েরসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও শিক্ষক নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞপ্তি প্রদান করে। যদিও ওই ওয়েবসাইটের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পর বর্তমানে এ প্রক্রিয়া স্থগিত রয়েছে। মূলত শিক্ষক নিয়োগ দেওয়ার প্রলোভনে সাধারণ লোকজনদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার লক্ষ্য। র্যাব-৩ এর একটি দল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক নুরুল আমিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণার মাধ্যমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট হতে বড় অংকের অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/ওএফ