যাত্রাবাড়ীতে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২
দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব/ ছবি- ঢাকা পোস্ট
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫ হাজার ৫৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- বেলাল হোসেন (৩৩) ও মো. আকিকুল ইসলাম (৩১)।
আজ (বুধবার) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ীর মাতুয়াইলে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ও নগদ ২ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এএসপি এনায়েত কবির।
এদিকে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর কাওরানবাজার এলাকা থেকে ৫৯৬ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- মো. শাহ জালাল (৩০), মো. আশিকুল করিম (৩৮) ও মো. রফিকুল ইসলাম (২৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয় বলেও জানিয়েছে র্যাব।
বিজ্ঞাপন
র্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাসে ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান কারওয়ানবাজার হয়ে হাতিরঝিল এলাকায় আসছে বলে তথ্য ছিল। তথ্যের সত্যতা যাচাইয়ে র্যাব-২ এর একটি দল কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে চেক পোস্ট বসিয়ে সন্দেহজনক মাইক্রোবাস থামিয়ে তল্লাশী করতে থাকে। একটি সাদা রঙের মাইক্রোবাস সেখানে পৌঁছালে গাড়িটি সন্দেহ হলে থামার জন্য সঙ্কেত দিলে র্যাবের উপস্থিত টের পেয়ে গাড়ি থামিয়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রথমে তারা জিজ্ঞাসাবাদে ফেনসিডিল ও গাঁজার চালান সংক্রান্ত বিষয় অস্বীকার করে। পরে গাড়িতে তল্লাশীকালে ভেতরে অভিনব পন্থায় লুকায়িত ৫৯৬ বোতল ফেনসিডিল ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো ৩১ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, দীর্ঘদিন যাবৎ তারা অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল ও গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে কিনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে চড়াদামে সরবরাহ করে আসছিলেন। ইতোপূর্বে মাইক্রোবাসযোগে কয়েকটি মাদকের চালান রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়েরপূর্বক আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এমএসি/এইচকে