কালাই পৌরসভা নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার
নির্বাচন কমিশন ভবনের সংগৃহীত ছবি
জয়পুরহাট জেলার কালাই পৌরসভা নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে এ পৌরসভার ভোটগ্রহণে স্থগিতাদেশ দিয়ে আদেশ জারি করে ইসি। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ইসির এক আদেশে বলা হয়, রিট পিটিশন নং- ১৭২৭/২০২১ এর বিগত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জয়পুরহাট জেলার কালাই পৌরসভা নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এর পরপরই আবার আরেকটি আদেশ জারি করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত আদেশে এ পৌরসভার নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়, সিভিল মিসেলেনিস পিটিশন নং ১০৬ অব ২০২১ এ ১১ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আদেশ অনুসারে সূত্র উল্লিখিত (২) নং স্মারকের মাধ্যমে জারী করা নির্দেশনাটি বাতিল করার জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জয়পুরহাট জেলার কালাই পৌরসভার ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া সাধারণ নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই।
এ প্রসঙ্গে ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কালাই পৌরসভার নির্বাচন গত ৯ ফেব্রুয়ারি স্থগিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগের আদেশটি বাতিল করে নির্বাচন পরিচালনার জন্য নির্দেশ দেয়। সে অনুসারে কালাই পৌরসভার সাধারণ ভোট চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
এসআর/এমএইচএস