রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও কমবে দিনে
অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা/ ছবি: সংগৃহীত
রাতের তাপমাত্রা যেমন রয়েছে তেমনই থাকবে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া মধ্যরাত থেকে নদী ও ফাঁকা জায়গাগুলোতে কুয়াশা বাড়তে পারে। তবে বড় কোনো পরিবর্তন নেই দেশের আবহাওয়াতে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক ঢাকা পোস্ট-কে জানান, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞাপন
তিনি জানান, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এবং দেশের অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাতের তাপমাত্রা বাড়তে পারে।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর অধিকাংশ এলাকায় সর্বনিম্ন এর দিক দিয়ে ১৬ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা ছিল। ১০ ডিগ্রির নিচে ছিল শুধু রাজারহাটে।
একে/এফআর