আরও দুই বছর ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিএমটিসিএল-লাইন-৬)-এর প্রকল্প পরিচালক (পিডি) থাকছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আফতাব উদ্দিন তালুকদার। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তাকে এ পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার চাকরি আইন অনুযায়ী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আফতাব উদ্দিন তালুকদারকে যোগদানের তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত  ডিএমটিসিএল লাইন-৬-এর পিডি পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ উল হককে বিশ্ব ব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন সেকেন্ডারি অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে কনসালটেন্ট পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসএইচআর/এমএইচএস