রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর থানা এলাকায় তিনটি প্রসাধনী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআইয়ের সহায়তায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর থানা এলাকায় প্রসাধনী তৈরির কারখানাগুলোতে অভিযান পরিচালনা করে র‌্যাব-২ এর একটি দল। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম।

শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা শহরের বিভিন্নস্থানে কিছু অসাধু ব্যক্তি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল এবং অননুমোদিত রং ব্যবহার করে বিভিন্ন ভেজাল প্রসাধনী ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, বিক্রয় ও সংরক্ষণ করছে। এসব প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে র‌্যাব-২ একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১১টা রাত পর্যন্ত রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর থানা এলাকায় তিনটি প্রসাধনী তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কামরাঙ্গীরচর থানাধীন ইসলামনগর ও খোলামোড়া এলাকায় অপো প্রসাধনী এবং সাদিয়া হারবাল বিডি প্রসাধনী কারখানায় মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধনী সামগ্রী উৎপাদন, প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল ও নকল প্রসাধনী সামগ্রী তৈরি করতে দেখা যায়।

পণ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করে বাজারজাত করাসহ বিভিন্ন গুরুতর অপরাধে অপো প্রসাধনী প্রতিষ্ঠানের মালিকসহ ৬ জনকে ৪ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সেসঙ্গে সাদিয়া হারবাল বিডি প্রসাধনীকে ১০ লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

অপরদিকে চকবাজারের চক মার্কেটের ৬ষ্ঠ তলার একটি নাম সর্বস্ব গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী মজুদ রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের সংরক্ষণ করে বাজারজাত করার খোঁজ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানগুলোতে তিন প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

জেইউ/এমএইচএস