চীনের রাষ্ট্রদূত লি জি‌মিং

বাংলাদেশকে ক‌রোনাভাইরাসের টিকা দি‌তে চায় চীন। এ নি‌য়ে সরকা‌রের স‌ঙ্গে আলোচনা কর‌ছে দেশ‌টি। চীনা নববর্ষ উপলক্ষে এক ভি‌ডিও বার্তায় এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত লি জি‌মিং।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) চীনা রাষ্ট্রদূত জানান, চীন সরকার বি‌শ্বের উন্নয়নশীল দেশগুলোকে এক কোটি টিকা দেওয়ার ঘোষণা দি‌য়ে‌ছে। এরই প্রেক্ষি‌তে বাংলা‌দেশকেও টিকা দি‌তে আগ্রহী। এ নি‌য়ে বাংলা‌দেশ সরকা‌রের স‌ঙ্গে আলোচনা চল‌ছে ব‌লে জানান রাষ্ট্রদূত লি জি‌মিং।

গত ২০ জানুয়া‌রি ভারতের দেওয়া উপহা‌রের ২০ লাখ ডোজ টিকা প্রথম দে‌শে আসে। নয়া দি‌ল্লির পাঠা‌নো টিকা আসার আগের দিন ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে এক‌টি অনুষ্ঠা‌ন শে‌ষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন জানান যে রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। 

তিনি ব‌লেছিলেন, ‌‌রাশিয়া টিকা দিতে চায়। এই দলে চীনও আছে।

এনআই/ওএফ