চট্টগ্রামে বিআরটিএ ভবনে আগুন
প্রতীকী ছবি
চট্টগ্রামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একটি কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৭ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার নতুনপাড়ায় বিআরটিএ কার্যালয়ে এ আগুন লাগার ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিআরিটএ’র মূল ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এসএসএইচ
বিজ্ঞাপন