মুজিববর্ষে সরকারি চাকরির ২২ বছর পূর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ১৮শ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘সুহৃদ১৮’।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সংগঠনটির সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানায়। রোববার (১৪ ফেব্রুয়ারি) সুহৃদ১৮’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় সংগঠনের সভাপতি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) মো. জাহিদুল ইসলাম ভূঞা ও সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) গৌতম চন্দ্র পালসহ ৭২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা সব সময় জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একান্তভাবে কাজ করার আশাবাদ ব‌্যক্ত করেন।
 
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা ও তার পরিবারের সদস্যরাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সংগঠনের সভাপতি সদস্যদের পক্ষ থেকে পরিদর্শন বইতে অনুভূতি লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন।

এসএসএইচ