প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে উৎসবমুখর পরিবেশে টিকা প্রয়োগ কার্যক্রম চলছে। প্রথম চালানের ৫০ লাখ এবং ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা হাতে রেখেই দ্বিতীয় চালান আসার ঘোষণা দিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

তিনি জানান, আগামী ২২ ফেব্রুয়ারি (সোমবার) করোনার টিকার দ্বিতীয় চালান আসবে। এ চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ আনা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

যেহেতু সরকারিভাবে আসছে তাই এখনই বেসরকারিভাবে টিকা আনার কোনো পরিকল্পনা নেই জানিয়ে পাপন বলেন, নিজেদের জন্য বেসরকারি উদ্যোগে টিকার জন্য কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সবাই ফ্রিতেই টিকা পাচ্ছে। ফলে এখনই বেসরকারি পর্যায়ে টিকা আসছে না।

এতো সুন্দর ব্যবস্থাপনায় টিকাদান বিশ্বের অনেক উন্নত দেশও দিতে পারছেন না জানিয়ে পাপন সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।

টিআই/এসএম