চলে গেলেন মনজুরে মওলা
মনজুরে মওলা
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মনজুরে মওলার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লেখক স্বকৃত নোমান।
বিজ্ঞাপন
এর আগে ৫ ডিসেম্বর মনজুরে মওলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
লেখক স্বকৃত নোমান জানান, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
বিজ্ঞাপন
করোনার এমন সময়ে তার মরদেহ বাংলা একাডেমীতে নেওয়া হবে কি না এবং জানাজার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর তার ৮০তম জন্মবার্ষিকী ছিল। ১৯৮৩ সালে মনজুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন তিনি। পেশাজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমির তিন বছরের কার্যকালে ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। যা আজ বিশ্বের দীর্ঘ সময়ব্যাপী চলা বই উৎসব।
এছাড়া ঐতিহাসিক বর্ধমান ভবন সংস্কার, প্রথম জাতীয় ফোকলোর কর্মশালার আয়োজন, আরজ আলী মাতুব্বর বা খোদা বক্স সাইয়ের মতোদের ফেলোশিপ প্রদান, বাংলা সাহিত্যের ইতিহাস, ডেভিডসনের চিকিৎসা বিজ্ঞান কিংবা আনিসুজ্জামানের পুরনো বাংলা গদ্যের মতো বই প্রকাশের উদ্যোগী হয়েছিলেন মনজুরে মওলা। বাংলা একাডেমিতে তার অসামান্য কীর্তি ‘ভাষা শহিদ গ্রন্থমালার’ ১০১টি বই।
এএস/এফআর