১২ দফা দাবিতে হোমিওপ্যাথিক শিক্ষার্থী-চিকিৎসকদের মানববন্ধন
হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও চিকিৎসকদের কল্যাণ এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে ১৪টি সংগঠন।
সোমবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. শাখাওয়াত ইসলাম ভূইয়া।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে হোমিওপ্যাথিক চিকিৎসার উত্তরোত্তর উন্নতি সাধিত হলেও বাংলাদেশে অনেকটা পিছিয়ে আছে। দেশে বিভিন্ন খাতে উন্নয়ন হলেও হোমিওপ্যাথিক চিকিৎসার তেমন কোনো উন্নয়ন দেখা যায়নি।
তারা বলেন, সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড আশানুরূপ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী সহানুভূতিশীল থাকার পরও বিভিন্ন ষড়যন্ত্র ও জটিলতায় হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা ও হোমিওপ্যাথিক চিকিৎসকরা আজও অবহেলিত।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, সরকার অনুমোদিত ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষে উত্তীর্ণ হওয়ার পরও ডা. পদবী লেখা বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এক অদৃশ্য কারণে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়, রিসার্চ সেন্টারসহ বিভিন্ন দাবির বাস্তবায়ন হচ্ছে না।
মানববন্ধনে তুলে ধরা ১২টি দাবির মধ্যে রয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের আগে ডা. উপাধি লেখার অধিকার বজায় রাখতে হবে এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ সেকশন- ২৯ উপধারা (১) ও (২) উপধারা সমূহ বাতিল করতে হবে, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ অনতিবিলম্বে পাস করতে হবে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনতিবিলম্বে উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে ইত্যাদি।
বুলবুল ইসমাইল/আরএইচ