ভারত থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের দুই যাত্রীর কাছ থেকে ভারতীয় শাড়ি ও জুয়েলারি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

শুক্রবার (২৪ জুন) রাজধানীর এয়ারপোর্টে রেলস্টেশন থেকে শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক সানজিদা খানমের নেতৃত্বে এক অভিযানে ওই সব পণ্য জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে ভারতের কলকাতা থেকে আসা মৈত্রী ট্রেনের যাত্রী নুরুল হাসান খান (ভারতীয়) ও মো. কামরুল ইসলামের (বাংলাদেশি) কাছ থেকে ভারতীয় শাড়ি, ১৬৬ থ্রি পিস, ৩৩ কেজি ইমিটেশন জুয়েলারি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। আটক পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরএম/আইএসএইচ