রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর বিমানবন্দর ও শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোহাম্মদ কিবরিয়া (১৩) ও কামাল মিয়া (২৬)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দরের ভিআইপি গেট এলাকায় লরির ধাক্কায় নিহত হন মোহাম্মদ কিবরিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া।
বিজ্ঞাপন
তিনি বলেন, কিবরিয়া রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। বিমানবন্দর ভিআইপি গেট এলাকায় একটি লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ কিবরিয়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
এদিকে রাজধানীর শ্যামপুর এলাকায় সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনার গাড়ির ধাক্কায় প্রাণ হারান কামাল মিয়া। শনিবার দিবাগত রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শঙ্কর।
বিজ্ঞাপন
এমএসি/এইচকে