রাজধানীর হাজারীবাগে একটি ভবনে ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (২৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) নিমতলা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কৃষ্ণ কমল ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে হাজারীবাগ এলাকা থেকে আরিফের মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আরিফ পেশায় ইলেকট্রিশিয়ান। সন্ধ্যায় আরিফসহ দুইজন নিমতলা মন্দির এলাকার একটি ভবনে ওয়ারিংয়ের কাজ করছিলেন। হঠাৎ তারা দুই জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লেগে থাকেন। পরে স্থানীয়রা পুলিশকে না জানিয়েই দাফনের প্রস্তুতি নিলে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আরিফের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার বাকলিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুস সালাম।

এসএএ/এমএইচএস