করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭০
প্রতীকী ছবি
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৩১২ জনের।
একই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪৭০ জন। এর মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ দুই হাজার ১৮৩ জনে।
বিজ্ঞাপন
সোমবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।
বিজ্ঞাপন
মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী ৯ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ২ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৩ জন ও রংপুরে ১ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫ জন ও ৬০ বছরের ওপরে ২১ জন রয়েছেন।
মে-জুনের মধ্যেই সাড়ে ৪ কোটি মানুষ ভ্যাকসিন পাবে
আগামী মে-জুন মাসের মধ্যেই সাড়ে চার কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে ফেব্রুয়ারিতে তিন কোটি এবং মে-জুনের মধ্যে বাকি টিকা দেওয়া হবে বলে মন্ত্রিসভাকে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সব ভ্যাকসিন নেওয়া হবে অক্সফোর্ড থেকে।
সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ তথ্য জানানো হয়।
জেডএস