মোহাম্মদপুরে ডাকাতি-ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৯
র্যাবের অভিযানে আটকরা
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুই অভিযানে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৯ জনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, সোমবার (২১ ডিসেম্বর) ভোরে বসিলা গার্ডেন সিটি আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়। উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মো. সাইদুল (৩৮), হাফিজুর বেপারী (২১), জুবায়ের মোল্লা (২০), হানিফ শেখ (৩০), মহসিন বেপারী (৩০), ইউসুফ মাতব্বর (১৮)।
বিজ্ঞাপন
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। রাতে নির্দিষ্ট ফ্ল্যাট বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করতো তারা।
এর আগে রোববার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ৩-৪ ব্যক্তি অবস্থান করছিল। খবর পেয়ে র্যাব-২ এর পৃথক একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাই চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন, মো. শুভ (২২), মো. হোসেন (২১) ও সালমান হাসিব (৩৩)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও ছিনতাইকৃত মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল। পথচারীর ব্যাগ চাকু দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে দ্রুত পালিয়ে যেতো তারা।
র্যাব জানায়, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
জেইউ/এসআরএস