ঘড়ির কাঁটা তখন বিকেল সোয়া ৩টা ছাড়িয়ে। ভোট গ্রহণ তখনও চলছে। যদিও ভোটার উপস্থিতি এসময় অনেকটাই কমে এসেছে। সিংগাইর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে মাঝখানের আধা সবুজ ঘাসে আচ্ছাদিত মাঠ পেরিয়ে একজন ভোটার কেন্দ্রের দিকে আসছেন। তবে তার প্রবেশের দৃশ্যটা স্বাভাবিক ছিল না। পরনে তার লাল টি-শার্ট, কালো প্যান্ট আর কেডস। মধ্যবয়সী এ ব্যক্তি ভোট দিতে আসছেন নিজের শরীরের পুরো ভর দুই হাত আর কোমরের ওপর রেখে।

এমন দৃশ্যে সবার কৌতূহলী চোখ তখন সেই ব্যক্তির ওপর গিয়ে যেন আটকে গেছে। আগ্রহ আর কৌতূহল থেকেই সেই ব্যক্তির সঙ্গে ভোট কেন্দ্রে প্রবেশ করা। কেন্দ্রের একেবারে উত্তর প্রান্তের ভবনে পুরুষ ভোটারদের জন্য ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সেই কক্ষে প্রবেশ করে মেঝেতে বসে নিজের জাতীয় পরিচয় পত্রটি নির্বাচন পরিচালনা করার দায়িত্বে থাকা একজন নারী কর্মীর দিকে এগিয়ে দিলেন তিনি। পরে বুথের ভেতরে প্রবেশ করে ইভিএমে ভোট দেন তিনি।

বুথ থেকে বের হওয়ার পর কথা হয় মানুষটির সঙ্গে। মধ্যবয়সী এ ভোটারের নাম আনোয়ার আলম তোহা পিয়াল। জন্মগতভাবে তিনি শারীরিকভাবে অক্ষম। পা দুটি অক্ষম, চলাফেরা করেন দুই হাত আর কোমরের ওপর ভর দিয়ে। কিছুদিন আগে একটি বিশেষ স্কুটি বানিয়ে নিয়েছেন তিনি। বাইরে চলাফেরার সময় এ স্কুটি ব্যবহার করলেও ভোটের কারণে তিনি সেই স্কুটি নিয়ে ভোটকেন্দ্রে আসতে পারেননি। যে কারণে অনেকটা কষ্ট করে এসেছেন ভোট দিতে।

পিয়াল বলেন, ভোট দেওয়া আমার অধিকার। সবার ভোটেই নির্বাচিত হবেন মেয়র ও কাউন্সিলর। তাই কষ্ট করে হলেও ভোট দিতে এসেছি। যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে সবাই ভোট দিক। সবাই যেন তাদের অধিকারটা প্রয়োগ করে। আমি দাবি জানাই, সব ক্ষেত্রে যেন আমাদের মত শারীরিকভাবে অক্ষমদের জন্য সরকার আরও একটু বেশি সচেতন হয়, তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করে।

পিয়ালের এভাবে ভোট দিতে আসার দৃশ্য দেখে ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনাকারী এক সদস্য এরশাদ আলী বলেন,  তিনি অনেক কষ্ট করে নিজের ভোট দিতে এসেছেন। তাকে দেখে আমরা সবাই অভিভূত। এভাবেই যেন সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অবশ্যই কেন্দ্রে আসেন।

সিংগাইর পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৬৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, সিংগাইর পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৬৮৫ জন। এরমধ্যে ১১ হাজার ১২০ জন পুরুষ ও ১১ হাজার ৫৬৫ জন নারী।

জেলা নির্বাচন কমিশনের সিংগাইর পৌরসভা নির্বাচনে দায়িত্বরতদের মাধ্যমে জানা গেছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে ১১ কেন্দ্রে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবির সঙ্গে ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১১ জন প্রিজাইডিং অফিসার, ৬৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৩৪ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন।

এএসএস/আরএইচ