এই ভবনের ১৫ তলার জানালার কার্নিশে আটকে যায় বিড়ালটি

রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা শিশ মোহাম্মদ মহির। শখের বসে একটি বিড়াল পোষেন। বিড়ালটির আদর-যত্নের কমতি নেই। চোখের আড়াল হতে দেন না। কিন্তু রোববার (২৮ ফেব্রুয়ারি) বাসা বদলের সময় ১৫ তলার জানালার কার্নিশে বিড়ালটি আটকে যায়।

অনেক চেষ্টা করেও বিড়ালটি উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন মহির। ফোন পেয়ে ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার টিম’-এর সঙ্গে যোগাযোগ করে ৯৯৯। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দলটি। টানা ১ ঘণ্টা উদ্ধার চেষ্টা চালিয়ে বিড়ালটি উদ্ধার করেন দলের সদস্যরা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বিড়াল উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে মহির ফোন দিয়ে ঘটনাটি আমাদের জানান। সঙ্গে সঙ্গে আমরা ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার টিম’-এর সঙ্গে যোগাযোগ করি। পরে তারা ঘটনাস্থলে গিয়ে বিড়ালটি উদ্ধার করে।

এবিষয়ে রবিনহুড সদস্য আফজাল খান ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বিড়ালটি ২০ তলা বিল্ডিংয়ের ১৫ তলার কার্নিশে আটকে আছে। প্রথমে আমরা ড্রোন দিয়ে বিড়ালটির অবস্থান নিশ্চিত করি। বিড়ালটি যেন নিচে পড়ে না যায়, দ্বিতীয় ধাপে আমরা সেটি নিশ্চিত করি। পরে আমিসহ ১০-১২ জনের একটি দল টানা ১ ঘণ্টা ধরে চেষ্টা করে বিড়ালটি উদ্ধার করি। শুধু উদ্ধারই নয়, অনেক সময় আহত পশু-পাখিকে আমরা উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য পশু হাসপাতালে নিয়ে যাই।

এমএসি/আরএইচ