অপরাধীদের সহজে চিহ্নিত করতে আঙুলের ছাপ স্ক্যান করে পরিচয় নিশ্চিত করার জন্য অনলাইন আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) শীর্ষক একটি প্রযুক্তি আনল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এর মাধ্যমে আঙুলের ছাপ দেওয়া মাত্রই অনলাইনে অপরাধীর সব তথ্য মিলবে। 

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় র‌্যাব সদস্যদের আত্মত্যাগের বিষয়ে ‘মৃত্যুঞ্জয়ী সাহসে মানুষের পাশে’ নামে একটি টিভিসি উন্মুক্ত করা হয়।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ডিভাইসের মাধ্যমে যে কাউকে শনাক্ত করা যাবে, তার পরিচয়টা কি। এতে সহজেই পরিচয় নিশ্চিত করা যাবে। শুধু অপরাধী নয় সাধারণ মানুষের পরিচয়ও এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এই প্রযুক্তি র‍্যাব সদস্যদের আরও এগিয়ে নিয়ে যাবে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের দক্ষতার কার্যপরিধি বাড়বে। 

অপরাধীরা তাদের সুরক্ষার জন্য সবকিছু সঙ্গে নিয়ে চলে উল্লেখ করে তিনি বলেন, যেসব জায়গায় যখন নিরাপত্তা বাহিনী চ্যালেঞ্জ করে তখন তারা (অপরাধী) ফায়ার ওপেন করে। অনেক র‌্যাব সদস্য এখানে পা হারিয়েছেন, জীবন দিয়েছেন, এসব ঘটেছে অপারেশনের জন্য। এ পর্যন্ত ২৮ জন র‌্যাব সদস্য নিহত এবং ৫০০ বেশি সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন বলেন, অপরাধীরা তথ্য গোপন করে থাকে। এটি ফরেনসিক পরীক্ষার সর্বাধুনিক প্রযুক্তি। এর ফলে সব ধরনের তথ্য সহজেই হাতের নাগালে পাওয়া যাবে। অপরাধীরা অপরাধ করতে পারবে তবে লুকিয়ে রাখতে পারবে না। এর মাধ্যমে বেওয়ারিশ লাশের পরিচয় সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, এক ধরনের প্রপাগান্ডা আছে বাংলাদেশে যে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে মাত্র ক্রিমিনালই নিহত হয়। এই যে মিথ্যা তা ভাঙ্গার ক্ষেত্রে এই টিভিসি কাজে লাগবে। ‍আইভিএস যদি সার্ভার সাপোর্ট করে তাহলে পুলিশ বাহিনীর জন্য এটি ব্যবহার করতে চাই।

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ওআইভিএস প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিতের পাশাপাশি আইন আদালত কাজের প্রক্রিয়া সহজ হবে। এটি অপরাধ দমনে ভালো কাজ করবে।

ওআইভিএসর কাজের প্রক্রিয়া বর্ণনা করে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, এই ডিভাইসে কারও আঙুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তা বিভিন্ন সার্ভারে কানেক্ট হয়ে যাবে। এখানে এনআইডি, পাসপোর্ট, জেল, অপরাধ সংক্রান্ত তথ্য, ড্রাইভিং লাইসেন্স তথ্য ছাড়াও রোহিঙ্গা কি না তাও জানা যাবে।

দেশের র‌্যাবের প্রায় সব টহল দলের সঙ্গে এ ডিভাইস দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তোফায়েল মোস্তফা সরোয়ার।

এসএইচআর/জেডএস