ভাসানচরের অবকাঠামোর প্রশংসা ওআইসির সহকারী মহাসচিবের
ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ রাখায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া।
রোববার (২৮ ফেব্রুয়ারি) নোয়াখালীর ভাসানচর পরিদর্শন শেষে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া এমন প্রশংসা করেন। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ওআইসির সহকারী মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি ভাসানচর পরিদর্শন করে। পরিদর্শনে রোহিঙ্গাসহ ভাসানচরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে। সেখান থেকে প্রতিনিধি দলটি কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পৌঁছান। সেখানে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের (মাঝি) সঙ্গে বৈঠক করেন তারা।
ওআইসির সহকারী মহাসচিব রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সহযোগিতার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
ভাসানচর ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি প্রতিনিধিদলের পাঁচ সদস্য ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্য ছিলেন।
এনআই/জেডএস