করোনা পরীক্ষা ছাড়াই লিবিয়া থেকে এলো দেড়শ’ যাত্রী
বোরাক এয়ার - সংগৃহীত ছবি
করোনা পরীক্ষা ছাড়াই দেড়শ’ যাত্রী নিয়ে লিবিয়া থেকে ঢাকায় এসেছে বোরাক এয়ার। এ ঘটনায় লিবিয়ার এয়ারলাইন্সটিকে গুনতে হয়েছে তিন লাখ টাকা জরিমানা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ রায় দেন।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে জানান, মঙ্গলবার বিকেলে লিবিয়া থেকে ১৫৩ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা ছিল যাত্রীদের করোনা নেগেটিভ রিপোর্টসহ আসার। কিন্তু ঢাকায় অবতরণের পর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ডেস্কের কর্মীরা মাত্র তিনজন যাত্রীর করোনা সনদ পান৷ তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি ১৫০ জন যাত্রীর করোনা পরীক্ষার সনদ না থাকায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ম্যাজিস্ট্রেট আরও জানান, ১৫০ জন যাত্রীর ভোগান্তি সৃষ্টির জন্য বোরাক এয়ারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ম্যাজিস্ট্রেটের শুনানিতে উপস্থিত হয়ে বোরাক এয়ার দাবি করেছিল যে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়াতে আরটি-পিসিআর টেস্ট করার মতো সুবিধা নেই। তবে তদন্তে জানা যায়, দেশটিতে এন্টিজেন টেস্ট রিপোর্ট গ্রহণ করার সুযোগ ছিল৷ তাই সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তাদের জরিমানা করা হয়।
এর আগে করোনা পরীক্ষার সনদ ছাড়া ৫১৬ যাত্রী আনায় সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সকে (সাউদিয়া) দুই লাখ টাকা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ৩০ হাজার ও মালদিভিয়ান এয়ারলাইনসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
এছাড়া কোভিড-১৯ আক্রান্ত এক রোগীকে বাংলাদেশে আনায় এয়ার এশিয়াকে এক লাখ ও ইতিহাদ এয়ারওয়েজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঘোষণা করে, ৫ ডিসেম্বর (শনিবার) থেকে যারাই বাংলাদেশে আসতে চাইবে, তাদের অবশ্যই করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। সেক্ষেত্রে ফ্লাইটের সময় থেকে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগের সনদ গ্রহণযোগ্য হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে এই কঠোর ব্যবস্থা নিয়েছে বেবিচক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ও অবতরণ করা প্রত্যেক এয়ারলাইন্সকে বেবিচক নির্দেশনা দিয়েছে, কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যেন কোনো যাত্রীকে বোর্ডিং পাস না দেওয়া হয়।
এআর/এইচকে