গৃহকর্মীদের হয়রানি বন্ধে তাদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার্স সেন্টার। 

সোমবার (০৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হচ্ছে- গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তি ও নীতিমালা বাস্তবায়ন করা; গৃহশ্রমিকদের শােভন কাজ সংক্রান্ত আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করা; স্থানীয় সরকারের মাধ্যমে গৃহশ্রমিক নিবন্ধন কার্যক্রম চালু করা; মজুরি বাের্ড ঘােষণা করা; গৃহশ্রমিকদের সুরক্ষায় দ্রুত জেলা ও উপজেলা মনিটরিং সেল ও পরিদর্শন টিম গঠন করা এবং গৃহশ্রমিকদের হত্যা, নির্যাতন, হয়রানি বন্ধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ১৭ লাখ গৃহকর্মীর অধিকার সুরক্ষা এবং তাদের শ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারসহ সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এটি নিশ্চিত করতে হলে যত দ্রুত সম্ভব আইএলও কনভেনশন-১৮৯ ও গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়ন জরুরি। ২০১৬-১৭ সালের শ্রম শক্তি জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কর্মজীবী নারীদের একটি বড় অংশ গৃহকর্মী হিসেবে নিয়ােজিত। যাদের প্রায় ৯০ শতাংশ নারী। এই বিশাল জনগােষ্ঠী বাংলাদেশের শ্রম আইনে অন্তর্ভুক্ত না হওয়ায় তাদের অধিকার এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক নিরীক্ষণ ব্যবস্থা এখনও কার্যকর হতে পারেনি।

বক্তারা আরও বলেন, জরিপে দেখা যায় ২০২০ সালে (জানুয়ারি-ডিসেম্বর) ৪৪ জন গৃহকর্মী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে হত্যা করা হয়েছে এবং ১২ জনের রহস্যজনক মৃত্যুসহ মােট ১৬ জন নিহত হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন কমপক্ষে ১২ জন। শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চরমভাবে নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন, নির্যাতন সহ্য করতে পেরে আত্মহত্যা করেছেন ৪ জন। এইসব ঘটনার পর সংশ্লিষ্ট থানায় একটি করে অপমৃত্যু মামলা হয়েছে। গৃহকর্মে নিয়ােজিত রয়েছে একটি বিশাল জনগােষ্ঠী। তাদের কথা আমাদের ভাবতে হবে এবং আমাদের প্রত্যেকের ঘর থেকেই সেটি শুরু করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার্স সেন্টারের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক কল্পনা আক্তার, সাংগঠনিক সম্পাদক লুৎফা আক্তার, কোষাধ্যক্ষ শান্তিয়ারা বেগম, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের সভাপতি সুলতানা বেগম, সাধারণ সম্পাদক মাে. ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন প্রমুখ।

এমএইচএন/জেডএস