বাস থেকে ধাক্কা দিয়ে বাক‌প্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে ঢাকা-নবাবগঞ্জ সড়কের রোহিতপুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ভাড়া দিতে না পারায় ওই নারীকে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে জানান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রোববার সকালে এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয়রা গিয়ে তাকে মাটি থেকে তোলেন। ভিডিওতে দেখা যায়, ওই গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। উল্লেখ্য, এন মল্লিক বাসটি ঢাকা-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

মাটিতে ছুড়ে ফেলে দেওয়া ওই নারী বাক‌প্রতিবন্ধী বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, বাকপ্রতিবন্ধী ওই নারী বাস থেকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ টাইলসের ওপর লিখে জানিয়েছেন।

সেখানে ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইসে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমুন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করসিলাম।’

জানা গেছে, নারীকে ছুড়ে ফেলা এন মল্লিক কোম্পানির বাসের হেলপারের নাম হাসান (২২)। তার বাড়ি নবাবগঞ্জের জয়কৃষ্ণ এলাকায়। বাসটির চালক ছিলেন সবুজ মিয়া (৪০)। একজন বাকপ্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন স্থানীয় জনতা।

বিষয়টি নিয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান জানান, এখনো এব্যাপারে কেউ অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

জেইউ/ওএফ