একটি দিনের জন্যও আমরা বসে নেই : মেয়র আতিকুল
ঢাকা উত্তর সিটি করেপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশক নিধন কার্যক্রম আমরা পরিচালনা করছি, আমরা সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছি। একটি দিনের জন্যও কিন্তু আমরা বসে নেই। সেই সঙ্গে আমরা চেষ্টা করছি মশক নিধনের সনাতনী পদ্ধতির আধুনিকায়ন করতে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন গুদারাঘাটে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মেয়র বলেন, ফুটপাতের নিচে যে ড্রেন আছে সেসবের মুখ পলিথিন দিয়ে আটকে আমরা সেখানে ফগিং করছি, যেন মশাটা নকডাউন হয়ে যায়। এরপর আমরা সেখানে লার্ভিসাইড ছেটাবো উল্লেখ করে মেয়র বলেন, এছাড়া লেকের পাড়গুলোতে লার্ভিসাইড ছেটাতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। খালের পানির প্রবাহ ঠিক রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সার্বিক সমস্যা সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, লেকগুলোকে আমাদের দিয়ে দিতে বলেছি। আজকে একটা মিটিং করার কথা ছিল এলজিআরডি মন্ত্রণালয়ে লেকগুলোকে হস্তান্তর করার বিষয়ে। কিন্তু মিটিংটি পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাজ চলছে, তবে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে মনিটরিং। মনিটরিংটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলেই আমরা সফল হবো। সেজন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি বিষয় আমাদের জন্য।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, ওষুধ ছেটাতে আমরা ড্রোনের মাধ্যমে পাইলটিং করছি। ড্রোন ব্যবহারের সময় যে ড্রপলেট পড়বে সেটা যদি কার্যকর ভূমিকা পালন না করে তাহলে সেটা ব্যর্থ হবে। তাই আমাদের স্বাস্থ্য বিভাগ এই পাইলটিংয়ের বিষয়ে কীটতত্ত্ববীদদের সাথে নিয়ে কাজ করছেন। আমরা ড্রোন ব্যবহার করলাম, দেখতে খুব ভালো লাগলো, কিন্তু সার্বিকভাবে কার্যকর যদি না হয় তা হলে কিন্তু লাভ নেই। তাই ড্রোনের সার্বিক বিষয় কার্যকরী করতে আমাদের কাজ চলছে। সব প্রস্তুতি শেষে আমরা তা ব্যবহার করবো।
নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারাও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার কিছুই করতে পারবো না। বিশেষ করে যারা খাল দখল করে আছেন তাদের বলতে চাই আপনি নিজের স্বার্থে খাল দখল করে আছেন, কিন্তু আপনার জন্য জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। নিজের স্বার্থের দিকে না তাকিয়ে আসুন আমারা জনগণের চিন্তা করি, শহরের ভালোর কথা চিন্তা করি।
এএসএস/এনএফ