টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আজ (রোববার)। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই জমায়েত। রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এই মোনাজাত শেষ হওয়ার কথা রয়েছে। 

ইজতেমার মোনাজাতে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই টঙ্গীর উদ্দেশে রওনা হয়েছেন হাজারো মানুষ। বাসে, ব্যক্তিগত বাহনে কিংবা হেঁটেই যাচ্ছেন। বাদ নেই মেট্রো রেলও।

রোববার সরেজমিনে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা যায়, ইজতেমার মোনাজাতে অংশ নিতে স্টেশনে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। তারা বলছেন, মেট্রো রেলে চড়ে টঙ্গী পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। উত্তরা পর্যন্ত তো যাওয়া যাবে। তাই যানজটের ভোগান্তি এড়াতেই মেট্রো রেলে যাত্রা।

মুশফিক নামের এক যাত্রী বলেন, ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম থাকে, তাই মেট্রো রেলে করে যাব।

শোভন মাহমুদ নামের এক যাত্রী বলেন, মেট্রোতে করে যাওয়া অনেকটাই আরামদায়ক। উত্তরায় নেমে সেখান থেকে টঙ্গী যাওয়া সহজ। তাই মেট্রো রেলে চড়ছি।

শাফায়েত আহমেদ বলেন, প্রথম দিন যে ভিড় ছিল, আজ তারচেয়ে কম। তাই সহজেই টিকিট কেটে যেতে পারছি।

ওএফএ/ওএফ