দুর্নীতিবাজ আমলাদের প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত
দুর্নীতিবাজ আমলাদের ফাঁসি চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। সরকারি আমলাদের বিদেশে অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি বিভিন্ন সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে ঘটনার তদন্ত করে তিনি এ বিচার দাবি করেন।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি কর্ম কমিশন বিল-২০২২ এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের ওপর আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘একটা বক্তব্য এসেছে আমলাদের প্রচুর সম্পত্তি বিদেশে আছে। এই মহান সংসদের উচিত আমলাদের বিদেশে কাদের বাড়ি আছে, সে তালিকা প্রকাশ করা। সেই সঙ্গে তাদের বরখাস্তও করা উচিত। এছাড়া বিচার বিভাগে নিয়ে যাওয়া উচিত, প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত।
বিজ্ঞাপন
দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির পক্ষে যুক্তি তুলে ধরে জাপার এমপি বলেন, একটা মানুষ খুন করলে একজন মানুষ মারা যায়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দেয়। এতে লাখ লাখ লোকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এই অবস্থায় তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত।
আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের মনসতান্ত্রিক দ্বন্দ্ব দেশের সংকট উল্লেখ করে তিনি বলেন, মাননীয় মন্ত্রী...আমলা বিষয়ক মন্ত্রী। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। তার আমলাদেরও সজ্জন হওয়া উচিত। রাজনীতিবিদদের মন থেকে শ্রদ্ধা করা উচিত।
বিজ্ঞাপন
শামীম হায়দার পাটোয়ারি বলেন, বিসিএসে দুইশ নম্বরের ভাইবা রাখা হয়েছে। এটা পরিবর্তন হওয়া উচিত। যত বেশি ভাইবা থাকবে ততবেশি অনিয়ম। বেশিরভাগ ক্ষেত্রেই লিখিত পরীক্ষার ফল দেওয়া হয় না।
জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের আলোচনায় অংশ নিয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিগত বেশ কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষাগুলো স্বচ্ছ হয়েছে। কারণ আমি ও আমার স্ত্রীসহ অনেক আগেই ফেস করেছি। মাঝে বিএনপির সময়ে পিএসসির পরীক্ষাগুলোতে ইন্টারফেয়ার করা হতো। এই আমলে বিসিএস পরীক্ষাগুলো ফেয়ার হয়। সরকারের অন্যান্য নিয়োগ পরীক্ষার আলাদা কোন বডি নেই। যার জন্য অনেক সময় দুর্নীতির প্রশ্ন হয়। তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে আলাদা বডি বনানোর প্রস্তাব দেন চুন্নু।
তিনি বলেন, ২৮ থেকে ৩৮ বিসিএসে ক্যাডারের বাইরে বিভিন্ন মন্ত্রণালয়ে নন-ক্যাডার পদগুলো মেধাতালিকার অপেক্ষামান থেকে নেওয়া হতো। কিন্তু ৪০তম বিসিএস পরীক্ষা নন-ক্যাডার পদের জন্য অপেক্ষামান মেধাতালিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রায় ৮ হাজার ছেলে-মেয়ে আন্দোলন করছেন। ৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের বিষয়েও উল্লেখ করেন তিনি।
এসআর/কেএ