শায়খা রানা বিনতে ঈসা আল খলিফার সঙ্গে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের বৈঠক/সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নতুন ভিসা নিয়োগের জন্য বাহরাইন সরকারকে অনুরোধ জানিয়েছে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম। একইসঙ্গে রাষ্ট্রদূত বাহরাইনে সুন্নি ওয়াকফের অধীনস্থ বাংলাদেশি মুয়াজ্জিনদের ভিসা নবায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (কন্সুলার অ্যাফেয়ার্স বিভাগের প্রধান) শায়খা রানা বিনতে ঈসা আল খলিফার সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত এসব অনুরোধ জানান।

করোনা মহামারির বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন সময়োপযোগী সফল সিদ্ধান্ত গ্রহণ ও সাধারণ ক্ষমা ঘোষণা করায় রাষ্ট্রদূত বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান।

করোনা শুরুর আগে অনেকেই ছুটিতে বাংলাদেশে যান, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা বাহরাইনে ফিরতে পারছেন না। এ বিষয়ে দেশটির সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে শায়খা রানা একটি তালিকা দিতে বলেন। 

এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফলপ্রসূ সিদ্ধান্তের আশ্বাস প্রদান করেন তিনি।

রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নতুন ভিসায় নিয়োগের অনুরোধ করলে শায়খা রানা বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসকে নিজস্ব জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি বাহরাইন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে শায়খা রানা অবহিত করেন।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে বাহরাইনের দূতাবাস স্থাপনের আহ্বান জানান।

এনআই/ওএফ