রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঢাকা আন্তঃবিমানবন্দর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. আব্দুল বারী ও মো. জহিরুল ইসলাম।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিমানবন্দর থানার ইর্শ্বাল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা ঢাকা পোস্টকে বলেন, দুইজন মাদক কারবারি বিমানবন্দর থানার ইর্শ্বাল কলোনি এলাকার রাজুর ঘরোয়া খাবারের হোটেলের সামনে হেরোইন বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ৮৯০ গ্রাম হেরোইনসহ আব্দুল ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এমএ