রাষ্ট্রপতি কুচকাওয়াজ: দেশি-বিদেশি ১২০ ক্যাডেটের কমিশন লাভ
বৃহস্পতিবার বিএমএ প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়
বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৭৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কমিশন লাভ করেছেন ১২০ জন ক্যাডেট। এরমধ্যে ১১৬ জন বাংলাদেশ সেনাবাহিনীর ও বাকি চার জন বিদেশি ক্যাডেট। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্যারেডের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিজ্ঞাপন
৭৯তম কোর্সে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১২০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। তাদের মধ্যে ১১৬ জন বাংলাদেশি, তিনজন ফিলিস্তিনি ও একজন শ্রীলঙ্কান ক্যাডেট। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১০২ জন পুরুষ এবং ১৪ জন মহিলা ক্যাডেট।
ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. মাহমুদুল হাসান ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং ‘সোর্ড অব অনার’ লাভ করেন। একইসঙ্গে তিনি সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ পুরস্কারও অর্জন করেন।
বিজ্ঞাপন
প্যারেডে ক্যাডেটরা দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন এবং প্যারেড শেষে তাদের মাতা-পিতা অথবা অভিভাবকরা নবীন অফিসারদের আনুষ্ঠানিকভাবে র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে কয়েকটি বিদেশি দূতাবাসের কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের পিতা-মাতা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এনএম/টিএম