প্রথমবারের মতো ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুদিনের ঢাকা সফরে আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। আগামী ২২ মার্চ তিনি ঢাকায় আসবেন। এটি হবে বাংলাদেশে নেপালের প্রথম রাষ্ট্রপতি পর্যায়ের সফর। এর আগে নেপালের কোনো রাষ্ট্রপতি ঢাকায় আসেননি।
সোমবার (১৫ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ২২-২৩ মার্চ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ঢাকা সফর করবেন। ২২ মার্চ ঢাকা নেমেই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন। এরপর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান দেবেন।
মোমেন জানান, নেপালের রাষ্ট্রপতির সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বেশ কয়েকটি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, চুক্তি/সমঝোতা স্মারকসমূহ স্বাক্ষরিত হলে, দুই দেশের মধ্যে পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে নেপালের রাষ্ট্রপতির এই সফর বাংলাদেশের ও নেপালের জনগণের মধ্যকার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
যা থাকছে মালদ্বীপ-শ্রীলঙ্কা-ভুটানের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সফরে
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান করতে যাচ্ছে সরকার। আগামী ১৭ থেকে ২৭ মার্চের এসব অনুষ্ঠানে ঢাকা সফরে আসছেন মালদ্বীপ, শ্রীলঙ্কা, ও ভুটানের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। ১৭ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ্, ১৯ মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও ২৪ মার্চ ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ঢাকায় আসছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৭-১৯ মার্চ দুদিনের সফরে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ সস্ত্রীক ঢাকা সফরে আসবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্ৰী আব্দুল্লাহ শহীদ, ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্ৰীসহ মোট ২৭ জন অতিথি আসছেন।
মালদ্বীপের রাষ্ট্রপতি তার সফরে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান জানাবেন। তিনি ১৭ মার্চ বিকেলে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ১৮ মার্চ সকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
তার এই সফরে দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রভিত্তিক পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ১৯ মার্চ ঢাকা সফরে আসবেন; তার সফরকাল ১৯-২০ মার্চ। তার সঙ্গে দেশটির শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ন ও গৃহ নির্মাণ সামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ২৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল থাকবে।
সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পর দিন তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় যেমন- বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তি বিষয়াবলিতে পারস্পরিক সহযোগিতা প্রভৃতি অধিক গুরুত্ব পাবে। বৈঠক শেষে উল্লেখযোগ্য সংখ্যক সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
২৩-২৫ মার্চ ঢাকা সফর করবেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং। ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়াবলি আলোচিত হবে বলে আশা করা হচ্ছে।
তার এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ের সংলাপও অনুষ্ঠিত হবে। আলোচ্যসূচি চূড়ান্ত করতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এনআই/এফআর