গুলশানে বহুতল ভবনে লাগা আগুনের তীব্রতা কমে এসেছে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনটির ভেতরে প্রবেশ করেছে। আগুনের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই ভবনের ছাদে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানান, আগুনের তীব্রতা এখন কমে এসেছে। ফায়ারের রেসকিউ টিম ভেতের প্রবেশ করেছে। উদ্ধার অভিযান চলছে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিমান বাহিনীর কর্মকর্তা, পুলিশ, ডিএনসিসি কাউন্সিলরসহ অনেকে উপস্থিত রয়েছেন। এখনো হতাহতের বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। অভিযান শেষে বলা যাবে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের মানারাত ইউনিভার্সিটির পাশের ভবনটিতে আগুন লাগে। প্রথমে আগুনের ভয়াবহতা কিছুটা কম মনে হলেও পরে তা বেড়ে যায়।

আগুনে এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ওই ব্যক্তি লাফিয়ে পড়ে মারা গেছেন বলে ঢাকা মেডিকেলের চিকিৎসক নিশ্চিত করেছেন।

আগুন লাগার ঘণ্টা খানেক পরে ভবনের বেশ কয়েকজন বাসিন্দা ১১ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়েন। অনেকে আগুন থেকে বাঁচতে ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেন। 

স্থানীয়রা অভিযোগ করেছেন আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি করেছে। এসেও তারা প্রথমে দ্রুত তৎপর হয়নি।  

এমএসি/এসএম