ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী যেকোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। তা দেখে আমরা অনুপ্রাণিত হতাম, আমাদের সব দ্বিধা কেটে যেত।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বর্তমান সময়ে তার মতো মানুষ বাংলাদেশে খুবই বিরল। জীবদ্দশায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি মারা যাওয়ার পরে সব পর্যায়ের মানুষ তাকে সম্মান জানাতে এসেছেন, এটা দেখে ভালো লাগছে। এটা আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি বলেন, জাফরউল্লাহ চৌধুরী ছিলেন একজন অমৃত মুক্তিযোদ্ধ। তিনি যে সাধারণ জীবন যাপন করে গেছেন, এটি আগামী প্রজন্মের জন্য বিশাল অনুপ্রেরণার অংশ হয়ে থাকবে।

এমএইচএন/জেডএস