মাস্ক না পরলে কঠোর অবস্থানে যাবে চট্টগ্রাম জেলা প্রশাসন
চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় জেলা প্রসাশক
করোনাভাইরাসে সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পাশাপাশি মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া করোনা সংক্রমণরোধে স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন ১৩টি এনজিও ও স্বেচ্ছাসেবকদের বিভিন্ন এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে; যাতে মানুষকে সচেতন করা হয়। তবে এতেও কাজ না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বিজ্ঞাপন
সোমবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ জানান। মমিনুর রহমান বলেন, গণপরিবহনে যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নগরের প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। যাদের মাস্ক থাকবে না তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হবে। এছাড়া হোটেল, ক্লাব, কমিউনিটি সেন্টারগুলোতে অনুষ্ঠান পালনের ক্ষেত্রে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ যতদিন ঊর্ধ্বমুখী থাকবে ততদিন জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং অব্যাহত থাকবে। পাশাপাশি নগরের স্টেডিয়াম, সিআরবি, বাদামতলী মোড়, বিনোদন কেন্দ্র, পার্ক ও সি-বিচসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউটস, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ও এনজিও প্রতিনিধিদের সম্পৃক্ত করে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কাজ করা হবে। এতেও কাজ না হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
উল্লেখ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ জেলায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭৫১ জন। করোনায় অদ্যাবধি মৃত্যু হয়েছে ৩৮৩ জনের।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম।
কেএম/এফআর