পচা পেঁপে দি‌য়ে তৈ‌রি করছে হচ্ছিল জুস। রান্নাঘর নোংরা। খাবার প্রস্তুত ও সংরক্ষণেও রয়েছে অব্যবস্থাপনা। এসব অপরা‌ধে রাজধানীর মতিঝিলের পূর্বাণী হোটেলকে চার লাখ টাকা জরিমানা করে‌ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

সোমবার (২২ মার্চ) বিএফএসএ পক্ষ থে‌কে এ তথ্য জা‌নানো হয়ে‌ছে।

বিএফএসএ সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিএফএসএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীনের নেতৃত্বে মতিঝিলের পূর্বাণী হোটেলে রোববার (২১ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রা হয়। এসময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকা‌লে সহযোগিতা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মো. আসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার আমিনুল ইসলাম ও পুলিশ সদস্যরা।

এসআই/এসএসএইচ