রেসিডেনসিয়াল কলেজকে সর্তক করে এসএসএফের চিঠি
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে গত বুধবার (১৬ ডিসেম্বর) একটি পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়। যেখানে প্রতিষ্ঠানটির সাবেক পাঁচ শতাধিক শিক্ষার্থী যোগ দেয়। প্রতিষ্ঠানটির পাশেই গণভবন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। তাই এ ধরনের গণজমায়েত করার আগে স্থানীয় থানা ও স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) জানিয়ে অনুমতি নিতে হয়।
কিন্তু এ অনুষ্ঠানের ব্যাপারে কোনো অনুমতি নেয়া হয়নি এমনকি কলেজ কর্তৃপক্ষ জানলেও এসএফএফকে জানানো হয়নি।
বিজ্ঞাপন
এ ধরনের অনুষ্ঠান করার আগে অবশ্যই আগেই অনুমতি নিতে হবে কলেজের অধ্যক্ষকে সর্তক করে চিঠি দিয়ে এসএসএফ বলেছে, ভবিষতে কলেজে ভর্তি কার্যক্রমসহ যে কোন ধরনের অনুষ্ঠানের আগে পূর্বানুমতি নিতে হবে।
এসএসএফের উপ-পরিচালক (অপারেশন) মেজর মো. নাফিজ ইমতিয়াজ সাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশসহ সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ সঙ্গে কথা চেষ্টা করেও সম্ভব হয়নি। তাকে একাধিকবার ফোন ও এসএমএস দিলেও তিনি সাড়া দেননি।
এসএসএফের চিঠিতে বলা হয়েছে, গত ১৬ ডিসেম্বর ই-ভ্যালি নামক একটি সংস্থায় কমর্রত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্রদের একটি পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক সাবেক শিক্ষার্থীদের উপস্থিতির ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ অবগত থাকলেও এসএসএফ বা স্থানীয় থানাকে অবগত করা হয়নি।
এ কলেজের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস ভাবন। এছাড়া গণভবন একটি বিশেষ শ্রেণীর কেপিআই। গণভবনের নিরাপত্তার সার্বিক দায়িত্ব এসএসএফের উপর ন্যস্ত। কেপিআই এর আওতাধীন হওয়ায় গণভবন সংলগ্ন এলাকায় যেকোন বড় ধরনের অনুষ্ঠান বা গণজমায়েত আয়োজনের ক্ষেত্রে স্থানীয় থানা এবং এসএসএফকে অবগত করা বাঞ্চনীয় বলে টিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, যথাযথ নজরদারী ছাড়া এ ধরনের আয়োজন গণভবনের নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ। তাই ভবিষ্যতে ভর্তি পরীক্ষাসহ যে কোনো ধরনের বড় অনুষ্ঠান বা গণজমায়েত আয়োজনের অন্তত সাত দিন আগে এসএসএফ কে জানাতে হবে।
এনএম/ওএফ