৬০ শতাংশ বেশি ভাড়া চান লঞ্চ মালিকরাও
দেশে ব্যাপকভাবে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার। এ পরিস্থিতিতে ৫০ ভাগ আসন খালি রেখে গণপরিবহনে যাত্রী বহনের নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশ বাস্তবায়নে৬০ শতাংশ বাড়ানো হয়েছে বাস ভাড়া। এবার বাড়ছে লঞ্চ ভাড়াও। নৌপরিবহন মন্ত্রণালয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাবও পাঠানো হয়েছে।
বুধবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ১৮ নির্দেশনা দিয়ে সরকার জনস্বার্থে একটি প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনের সিদ্ধান্ত অনুযায়ী লঞ্চ পরিচালনার জন্য বিআইডব্লিউটিএ থেকে ইতোমধ্যে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সংশ্লিষ্ট বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদের প্রস্তুতি নেওয়াসহ যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়টি আলোচনা করা হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী পরিবহনে অর্থাৎ অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী পরিবহন করার নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ও লঞ্চ মালিক সমিতি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে।
বিজ্ঞাপন
সভায় বিআইডব্লিউটিএ এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়।
এতে আরও বলা হয়, শুধু করোনা সংক্রমণকালীন অর্থাৎ সরকারি প্রজ্ঞাপনে বর্ণিত সময়ের জন্য লঞ্চের যাত্রীর ভাড়া বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা/সমিতির সঙ্গে আলোচনা করে বিআইডব্লিউটিএ। সভায় লঞ্চের যাত্রীর ভাড়া বৃদ্ধির বিষয়ে সবার ঐকমত্যে পৌঁছায়। ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটার এক টাকা ৭০ পয়সা; এর বেশি দূরত্বে প্রতি কিলোমিটার এক টাকা ৮০ পয়সা; এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা। এমতাবস্থায় ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করে ভাড়া নির্ধারণের প্রস্তাব বিবেচনার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।
এর আগে, বুধবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, কতটুকু ভাড়া বাড়ানো যায়, লঞ্চ মালিকরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তা জানাবেন। মন্ত্রণালয় সে আলোকে দ্রুত সিদ্ধান্ত নেবে। আশা করি, কাল থেকেই ভাড়া বাড়বে।
যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে উঠতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
এদিকে, করোনা মোকাবিলায় গণপরিবহনে ৫০ শতাংশ অর্থাৎ মোট আসনের অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয় সরকার। এতে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়; যা আজ থেকে কার্যকর হয়েছে।
এসএইচআর/এফআর