ভাষানটেকে কাগজের কার্টনে নারীর মরদেহ
রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকা থেকে শরীরে স্কচটেপ পেঁচানো অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৬টায় ভাষানটেক এলাকার ঢাকা ডেন্টাল কলেজের গেটের সামনে থেকে একটি কাগজের কার্টনের ভেতরে ওই নারীর মরদেহ পাওয়া যায়।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘সকালে স্থানীয়রা ডেন্টাল কলেজের সামনে কার্টনটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে কার্টনটি খুলে শরীরে স্কচটেপ পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পাই। নিহত নারীর নাম ও পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে।’
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রাতে ওই নারীকে কেউ হত্যা করেছে। তারপর শরীরে স্কচটেপ পেঁচিয়ে কার্টনে ঢুকিয়ে ফেলে রেখে গেছে। এখন মরদেহের সুরতহাল চলছে।’
বিজ্ঞাপন
এমএসি/জেডএস/জেএস