টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ

করোনাভাইরাস প্রতিরোধে কোভিডশিল্ড টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের টিকাদান কেন্দ্রে তিনি দ্বিতীয় ডোজ নেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান ঢাকা পোস্টকে জানান, টিকা নেওয়ার পর প্রতিমন্ত্রী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এর আগে ২৮ জানুয়ারি মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে করোনার টিকার প্রথম ডোজ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

টিকা নেওয়া শেষে ওইদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘দায়িত্বশীলতার জায়গা থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে টিকা নিয়েছি। সাধারণ মানুষ বুঝুক এটি নিরাপদ টিকা।

নিজের টিকাগ্রহণের অনুভূতি সম্পর্কে কে এম খালিদ বলেছিলেন, ‘ভালো লাগছে। তবে বিশেষ কিছু অনুভব করছি না। এটি অন্য সব সাধারণ টিকার মতোই।’

সৈয়দ আমানত আলী/এমএইচএস