মুন্সী জালাল উদ্দিন - সংগৃহীত ছবি

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব হয়েছেন গণযোগাযোগ অধিদফতরের পরিচালক মুন্সী জালাল উদ্দিন। রোববার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

পৃথক প্রজ্ঞাপনে লে. কর্নেল এস এম রেজাউর রহমানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে বিটিআরসি'র পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।  

এসএইচআর/এইচকে