রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৮ তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৮ তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৮ তম বার্ষিক সাধারণ সভা রোববার (২৭ ডিসেম্বর) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারের সহযোগী সংস্থা হিসেবে সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে ননকোভিড হাসপাতাল থেকে কোভিড হাসপাতালে স্থানান্তর করাসহ রোগীদের পরিবহনে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু, হলি ফ্যামিলি হাসপাতাল ও কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরাতদের জন্য অত্যাধুনিক আইসোলেশন সেন্টার চালু ও মরদেহ সংরক্ষণে হিমঘর স্থাপন করেছে।’
সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত বলেন, ‘বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবেলাসহ যেকোনো মানবিক কার্যক্রম সোসাইটির জাতীয় সদরদপ্তরসহ ৬৮টি ইউনিটের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক কার্যক্রমে এই বলিষ্ঠ অবদান রাখার জন্য বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তারমধ্যে আইসিআরসির জিন হেনরি ডুনান্ট পুরস্কার, আমেরিকান রেড ক্রস কর্তৃক প্রদত্ত ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডসহ অন্যান্য স্বীকৃতি অন্যতম।’
বিজ্ঞাপন
রেড ক্রিস্টেন্টের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক পৃথক পৃথক বাণী দিয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বর ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পাবলো পের্চেলসি, আইসিআরসি বাংলাদেশ হেড অফ ডেলিগেশন, সঞ্জীব কুমার কাফলে, অ্যাক্টিং হেড অব কান্ট্রি অফিস, আইএফআরসি, বাংলাদেশ ও বিভিন্ন জেলা ইউনিট থেকে আসা অতিথিরা।
সভায় সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য, ৬৪টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও চারটি সিটি ইউনিটের ডেলিগেট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজ কল্যাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইএফআরসি ও আইসিআরসির বাংলাদেশস্থ প্রধানগণ, বিভিন্ন দেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে সোসাইটির ম্যানেজিং বোর্ডের পক্ষে পুষ্পমাল্য দেয়া হয়।
এনআই/এইচকে