চট্টগ্রামের তালিকাভুক্ত ছিনতাইকারী রানা গ্রুপের প্রধান মো. রানাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এসময় মো. আলমগীর (২৮),  মো. শামীম(২১) ও বেলাল হোসেন প্রকাশ ওরফে কিডনি বেলাল (২১) নামে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার (২ এপ্রিল) সকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুটি ছোরা উদ্ধার করা হয়। তাদের সবার বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন ঢাকা পোস্টকে বলেন, ‘চট্টগ্রামে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাইয়ে নেতৃত্ব দেয় রানা ও তার গ্রুপ। এছাড়া ভিড়ের মধ্যে কৃত্রিম জটলা সৃষ্টি করেও ছিনতাই করত। চলন্ত বাস থেকে যাত্রীদের মোবাইল ছিনতাই করত বেশি। পাঁচ জনের গ্রুপ নিয়ে তারা দেওয়ানহাটে কৌশলে ভিড় সৃষ্টি করে ভয় দেখিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। এমন খবর পেয়ে রানাসহ চারজনকে গ্রেফতার করা হয়। একজন পালিয়ে যায়।’ 

ওসি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রানার বিরুদ্ধে দুটি, শামীমের বিরুদ্ধে চারটি ও আলমগীরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

কেএম/ওএফ