কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক/ ফাইল ছবি

কৃষি প্রক্রিয়াজাত পণ্যে বিনিয়োগ বাড়াতে দেশের বেসরকারি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশে এখন সারা বছরই বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, টমেটো, আনারস, আলুসহ বেশির ভাগ কৃষিপণ্যের ভরা মৌসুমে দাম কম থাকে। অনেক ক্ষেত্রে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। এসব পণ্যের প্রক্রিয়াজাত করতে পারলে কৃষক ও বিনিয়োগকারী উভয়ই লাভবান হবেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনও বেশির ভাগ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষির উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। এতে গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে। অভ্যন্তরীণ বাজার বিস্তৃত হওয়ার মাধ্যমে শিল্পায়নও গতি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বক্তব্য দেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ফা হ আনসারী।

এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড দেওয়া হয় ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে। এতে সেরা শস্য উৎপাদনকারী কৃষক হিসেবে পুরস্কার পান ফেনীর আবু ছায়েদ রুবেল। চট্টগ্রামের হাসান চৌধুরী সাগর সেরা খামারি (গরু, ছাগল, মহিষ), কক্সবাজারের নয়ন সেলিনা সেরা খামারি (পোলট্রি) ও খুলনার মামুনুর রশিদ সেরা খামারি (মৎস্য) ক্যাটাগরিতে পুরস্কার পান। সেরা সবজি চাষি হয়েছেন হবিগঞ্জের বদু মিয়া। সেরা ফল চাষির পুরস্কার পান চাঁপাই নবাবগঞ্জের মতিউর রহমান।

এছাড়া বগুড়ার ‘স্বপ্ন ছোঁয়া সিঁড়ি’ সমবায় সেরা সামাজিক ও সমবায় বিভাগে ও নওগাঁর জাহাঙ্গীর আলম শাহ সেরা কৃষি শিক্ষা প্রতিষ্ঠান/ব্যক্তি বিভাগে পুরস্কার পেয়েছেন। গাইবান্ধার নজরুল ইসলাম সেরা কৃষি উদ্ভাবক ও সাভারের কোব্বাদ হোসাইন সেরা কৃষি উদ্যোক্তা হিসেবে পদক পেয়েছেন।

অনুষ্ঠানে কৃষিখাতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে এমন পুরস্কার দেওয়ার আয়োজনকে সাধুবাদ জানানো হয়। এ ধরনের পুরস্কার দেওয়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, আজ ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ কৃষক, চাষি ও উদ্যোক্তারা কৃষিকাজে আরও উৎসাহিত হবে।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভি ও এসিআই যৌথভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহ ও সম্মাননা জানাতে প্রথমবারের মতো এই কৃষি পদকের আয়োজন করে। এতে কৃষি উদ্যোক্তা, উদ্ভাবক, গবেষক, কৃষক ও খামারিদের ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

একে/এসএসএইচ