সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পরিবহন শ্রমিকদের সম্মেলন
সম্মেলনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যদিও এসব বিধিনিষেধ অমান্য করে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে শুরু হয়েছে ফেডারেশনের এ সম্মেলন।
সরেজমিনে দেখা গেছে, সম্মেলনস্থলে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এমনকি অনেকের মুখে মাস্কও দেখা যায়নি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ শীর্ষ পরিবহন নেতারা এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সকাল থেকেই সম্মেলনস্থলে দুই হাজার পরিবহন শ্রমিক জড়ো হন। এর মধ্যে ঢাকা মহানগর নাট্যমঞ্চে সম্মেলনস্থলে অবস্থান করছিলেন হাজারখানেক পরিবহন শ্রমিক।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেডারেশনের প্রায় ২৫০টি পরিবহন শ্রমিক ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়নের পরিবহন শ্রমিকরা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসে সম্মেলনে যোগ দিয়েছেন।
এ ব্যাপারে ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান ঢাকা পোস্টকে জানান, আমি অনুষ্ঠানে আছি। অনুষ্ঠান শেষ হবে দুপুরের মধ্যেই। আমরা করোনার সংক্রমণ পরিস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠান করেছি।
বিজ্ঞাপন
পরিবহন নেতা হানিফ খোকন ঢাকা পোস্টকে বলেন, করোনার সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা সবাই মানছে। লকডাউন দেওয়ার বিষয়টিও আমরা শুনেছি। তবে এ সম্মেলন করে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ানো হলো।
এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণসভা ও কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। গত বুধবার (৩১ মার্চ) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব কমে এলে এ কর্মসূচির নতুন তারিখ ও সময় জানানো হবে।
পিএসডি/এসকেডি