মঙ্গলবার থেকে কমতে পারে শৈত্যপ্রবাহ
কমতে পারে শৈত্যপ্রবাহ
উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বইছে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। এতে অনেকটাই নাজেহাল শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা। সোমবার (২৮ ডিসেম্বর) আশার কথা শোনালো আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস ঢাকা পোস্টকে বলেন, শীতকাল হওয়ায় মাঝেমধ্যেই শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তবে চলমান শৈত্যপ্রবাহটি আগামীকাল (২৯ ডিসেম্বর) থেকে কমার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, সোমবার (২৮ ডিসেম্বর) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য এলাকায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোনো কোনো এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
বিজ্ঞাপন
বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ এলাকার মধ্যে রয়েছে রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এসব অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/এসআরএস